সাবেক মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সাক্ষাৎকারের জন্য আড়াই লাখ ডলার দাবি করা হয়েছিল। সিএনএনের কাছে এই অর্থ দাবি করেছিল মেলানিয়া ট্রাম্পের বইয়ের প্রকাশক।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেলানিয়ার আসন্ন স্মৃতিকথা প্রকাশের আগে সাবেক ফার্স্ট লেডির একটি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করেছিল সিএনএন। সম্ভাব্য সাক্ষাৎকারের ব্যাপারে বেশ কয়েকবার যোগাযোগের পরে প্রকাশক গত সপ্তাহে একটি অস্বাভাবিক দাবি জানিয়েছেন। আর তার সেই দাবিটি হচ্ছে, মেলানিয়ার সাক্ষাৎকার নিতে হলে সিএনএনকে আড়াই লাখ ডলার দিতে হবে।
স্কাইহরস পাবলিশিং ইমেইলে সিএনএনের কাছে একটি নথি পাঠিয়েছে। তাতে ৮ অক্টোবর প্রকাশ হতে যাওয়া ‘মেলানিয়া’ শিরোনামে বই বাজারে আসার আগে সাবেক ফার্স্টলেডির সাক্ষাৎকারের জন্য বেশ কিছু শর্তের কথা বলা হয়েছে। এসব শর্তের অন্যতম ছিল- সিএনএনকে লাইসেন্সিং ফি দিতে হবে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার।
সিএনএন জানিয়েছে, তারা প্রকাশকের সেই চুক্তিতে স্বাক্ষর করেনি।
কয়েকদিন পরে সিএনএনের আরেক সাংবাদিক স্কাইহরস পাবলিশিংকে এই অর্থ দাবি সম্পর্কে প্রশ্ন করলে, প্রকাশক জানিয়েছেন, তারা ভুলবশত এই পত্রটি পাঠিয়েছিলেন।