গতকাল ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। এর কয়েক ঘণ্টা পরই বিচ্ছেদের ঘোষণা দেন তার দলের বেজ গিটারিস্ট মোহিনী দে। একই দিনে দুটো সংসার ভাঙার খবরে বিস্মিত নেটিজেনরা।
এ আর রহমান ও মোহিনী সংসার ভাঙার খবর দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। আর নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। প্রশ্ন তুলেছেন—মোহিনী দের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে কি সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ আর রহমান?
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা ধরনের চর্চা চলছে। তবে এখনো কোনো মন্তব্য করেননি এ আর রহমান কিংবা সায়রা বানু। তবে নীরবতা ভেঙেছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।
রিপাবলিক টিভিকে বন্দনা শাহ বলেন— “এখানে এ ধরনের কোনো কানেকশন নেই। এ আর রহমান ও সায়রা বানুর এটি নিজস্ব সিদ্ধান্ত।”
এর আগে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি বিবৃতি প্রকাশ করেন। এ আর রহমান ও সায়রা বানুর সংসার ভাঙার কারণ উল্লেখ করে তাতে তিনি বলেন, ‘বিয়ের দীর্ঘ সময় পর সায়রা বানু তার স্বামী এ আর রহমানের সঙ্গে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের পরস্পরের প্রতি ভালোবাসা থাকার পরও প্রচন্ড মানসিক চাপ থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা পরস্পরের প্রতি সেতু বন্ধন তৈরির চেষ্টা করেও ব্যর্থ হন। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন।’
১৯৯৫ সালে বিয়ে করেন সায়রা বানু ও এ আর রহমান। এ দম্পতির তিন সন্তান। দুই মেয়ে খাতিজা রহমান, রহিমা রহমান ও ছেলে আমিন রহমান।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেয়ে মোহিনী দে। বরেণ্য শিল্পী এ আর রাহমানের সঙ্গে ৪০টির বেশি শো করেছেন। পাশাপাশি ঢাকার গান বাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’-এ বাজিয়েছেন মোহিনী দে।