দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৭ থেকে ২১ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডের মধ্যে আইবিবিএল দ্বিতীয় পারপেচুয়াল বন্ডের ইউনিটের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় বন্ডটির ইউনিট ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২২ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে এ বন্ডের ইউনিটের দাম কমেছে ২৫.২৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে বন্ডটির ইউনিটের সমাপনী মূল্য ছিল ৪৩৫০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে এ বন্ডের ইউনিটের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩২৫০ টাকা।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমের ২১.১০ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৯.০৬ শতাংশ, এসিআইর ১৭.৮৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ১৫.৪৯ শতাংশ, ওরিয়ন ফার্মার ১৩.১৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ১২.৯৯ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১২.৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২.৬২ শতাংশ এবং বেস্ট হোল্ডিংসের ১১.৪২ শতাংশ শেয়ার দর কমেছে।