ম্যাচের শুরুতেই গোল হজম বায়ার্ন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। তবে ম্যাচশেষে হাসিটা হাসলো ভিনসেন্ট কোম্পানির দলই। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দাপুটে পারফরম্যান্সে শাখতার দোনেৎস্ককে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে শুরুতেই বায়ার্নের জালে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের কেভিন। এরপর বাকি সময়ে দাপট দেখায় বায়ার্ন। কনরাড লাইমার গোলে সমতায় ফেরে তারা। এরপর গোল করেন টমাস মুলার, ও জামাল মুসিয়ালা। জোড়া গোলের দেখা পান ওলিসে।
পঞ্চম শাখতারকে এগিয়ে নেন কেভিন। এরপর প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তারা। একাদশ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান অস্ট্রিয়ান মিডফিল্ডার লাইমার।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মুলার। বক্সে মুসিয়ালার পাস পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন অভিজ্ঞ তারকা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ওলিসে। ৮৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলে দলের চতুর্থ গোলটি করেন মুসিয়ালা। যোগ করা সময়ে দারুণ এক গোলে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ওলিসে।
চলতি আসরে ছয় ম্যাচে বায়ার্নের চতুর্থ জয় এটি। তাদের আগের তিনটি জয় ছিল ঘরের মাঠে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।