রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে আলোচনাসভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, ‘‘সকল বুদ্ধিজীবীর মূল লক্ষ্য ছিল শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। শুধু রাজশাহীতেই ৬১ জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছে। সারা দেশে এ সংখ্যা ১ হাজার ১১১ জন। বাংলাদেশকে মেধাশূন্য করাই ছিল এ নারকীয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।’’
জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নতুন একটি দেশ গড়তে শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যেভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, জুলাই বিপ্লবে ছাত্ররাও সেভাবেই তাঁদের জীবন উৎসর্গ করেছে।’’
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী নগর পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মিনারে জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।