জাতীয়

‘অশুভ শক্তি অস্থিরতা সৃষ্টি করলে দমন করবে সরকার’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনকে ঘিরে যদি পতিত সরকার বা অশুভ শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা দমন করবে।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রাজধানীতে বাসে আগুন ও গুলি চালিয়ে মানুষ হত্যার প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান, সরকার এসব ঘটনার দিকে কীভাবে তাকাচ্ছে? উত্তরে উপদেষ্টা বলেন, আমরাও কিন্তু একধরনের গণঅসন্তোষের প্রেক্ষাপটে পতিত সরকারের পর দায়িত্ব নিয়েছি। ওই সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে। এ সময়ে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা হয়েছে। কিন্তু, দেশের মানুষ এখন স্পষ্ট বুঝতে পারছে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কিছু বিষয় আমরা বিশ্লেষণ করতে পারি, কিছু বিষয় অদৃশ্য থেকে যায়। তবে, যখনই কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে, সরকার তখন সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা নিয়ন্ত্রণ করবে।

রিজওয়ানা হাসান আরো বলেন, আমাদের প্রথম লক্ষ্য—কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি তা ঘটে, তাহলে আমাদেরকে প্রতিক্রিয়াশীল পদ্ধতিতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।