সারা বাংলা

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে প্রকার ভেদে খুচরা বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৩০ টাকা। চাহিদা তুলনায় বাজারে আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তারা জানান, ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করলে এই পণ্যটির দাম কমতে শুরু করবে। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাজারে পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত তিনদিন আগে খুচরা বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রকার ভেদে ৮০ থেকে ৯০ টাকা, বর্তমান দাম বৃদ্ধি পেয়ে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। নতুন মুড়ি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতা-বিক্রেতারা। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল খালেক বলেন, “তিন দিন আগে ৯০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনছিলাম, আজ তা ১২০ টাকা কেজিতে কিনলাম। এভাবে দাম বাড়লে আমরা সাধারণ মানুষ চলব কি করে?”

হিলি বাজারে সবজি ব্যবসায়ী রুবেল শেখ বলেন, “কয়েকদিন আগেও পেঁয়াজের দাম অনেক কম ছিল, বর্তমান বাজারে এই পণ্যটির দাম বেশি। আমরা পাইকারি কিনে তা ১২০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করছি।” 

হিলি বাজারে পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “দেশে যে সব মোকাম থেকে আমরা পেঁয়াজ পাইকারি কিনে আনি, ওইসব মোকামে পেঁয়াজের আমদানি কমে গেছে। তাই দামও বৃদ্ধি পেতে শুরু করেছে। সামনে রমজান মাস, সরকার যদি পেঁয়াজের আমদানির অনুমতি দেয় তাহলে পেঁয়াজের দাম একেবারে কমে যাবে।”