রাজনীতি

অপরাজনীতি করে জনগণের রায় পাওয়া সম্ভব না: কাদের

অপরাজনীতি করে এই দেশে জনগণের রায় পাওয়া সম্ভব না, এ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুনসন্ত্রাস ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। এবারের নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ তা-ই প্রমাণ করেছে।

তিনি বলেছেন, ‘আমরা বিএনপিকে বলব, সত্য মেনে নিয়ে রাজনীতি করুন, গণতন্ত্রের মৌলিক নীতি অনুসরণ করুন, সংবিধানবিবর্জিত রাজনীতি পরিহার করুন। নতুবা ইতিহাসের আস্তাকুঁড়ে আপনাদের নিক্ষিপ্ত হতে হবে।’

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের সহিংসতা ও উস্কানি পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনসহ দেশের আইন-শৃঙ্খলা বাহিনী, অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও প্রার্থী এবং সর্বোপরি বাংলাদেশের সকল ভোটার ও জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

দেশি-বিদেশি গণমাধ্যম ও পর্যবেক্ষকদেরও তাদের দ্বায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা এ নির্বাচনে বিজয়ী এবং পরাজিত সকল প্রার্থী ও তাদের অনুসারীদেরকে সকল প্রকার সহিংসতা ও উস্কানি পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।’

 সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরায়জী, আনোয়ার হোসেন, ইসহাক আলী পান্না, সাঈদ খোকন উপস্থিত ছিলেন।