খেলাধুলা

নন-স্ট্রাইকারের প্রতারণা ঠেকাতে পন্টিংয়ের প্রস্তাব

বোলার বল করার আগেই নন-স্ট্রাইকার ব্যাটসম্যানের বেরিয়ে যাওয়াকে প্রতারণার শামিল হিসেবে দেখছেন অজি কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। ব্যাটসম্যানের এমন প্রতারণা ঠেকানোর জন্য আউট করাই একমাত্র সমাধান হওয়া উচিত বলে মনে করছেন না পন্টিং। বরং সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, রান পেনাল্টি চালু করে নন-স্ট্রাইকারের এমন প্রতারণা আটকাতে হবে।

ক্রিকেটের নিয়মে মানকাড আউটের রীতি চালু থাকলেও, এখনো অনেকে এটাকে স্পোর্টসম্যানশিপের চূড়ান্ত অবনতি বলে ধরে নিতে চায়। তবে এসবের ধার ধারেন না, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিভিন্ন সময়ে নন স্ট্রাইকার ব্যাটসম্যানের বেরিয়ে যাওয়ার সুযোগ নিয়ে মানকাড আউট করেছেন অশ্বিন। এমনকি এই বিষয়ে সোচ্চারও দেখা গেছে এই ভারতীয় স্পিনারকে। এবার এই ক্রিকেটারের সঙ্গে সুর মিলিয়েছেন অজি কিংবদন্তি রিকি পন্টিং।

অশ্বিন যদিও নন স্ট্রাইকার ব্যাটসম্যানকে আউট করার দিকে বেশি সোচ্চার। তবে কিছুদিন আগে ভারতীয় এ স্পিনার প্রস্তাব দিয়েছিলেন, নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান আগেই বেরিয়ে গেলে ৫ রান পেনাল্টি দেওয়া হোক। তার এই প্রস্তাবের সঙ্গে একমত কোচ পন্টিংও। দুইজনেই এবার দিল্লি ক্যাপিটালসের শিবিরে আছেন।

অশ্বিনের ইউটিউব চ্যানেলে দুজনের এক আলোচনায় উঠে এলো বিতর্কিত এই আউটের প্রসঙ্গ। পন্টিং সেখানে নিজের ভাবনা নিয়ে বলেন, ‘তুমি কিসের ভিত্তিতে বলছো, সেটা আমি বুঝতে পারছি। আমি এটা বলার চেষ্টা করছি না যে, তুমি অন্যায় কিছু বলেছো। কারণ এটা (মানকাড আউট) ক্রিকেটের আইনেই আছে। এটা করতেই পারো। বিশেষ করে কোনো ব্যাটসম্যান যখন প্রতারণা করে খানিকটা এগিয়ে যায়।’

‘তবে আমার মনে হয় এটাই সমাধান নয়। একটি সমাধান খুঁজে বের করতে হবে আমাদের। ব্যাটসম্যানদের প্রতারণা থামাতে হবে। এর মধ্যেই এটা নিয়ে আমাদের কথা হয়েছে। (বোলার বল ছাড়ার আগে) কাউকে লাইন ছেড়ে দুই-তিন পদক্ষেপ দৌড়ে যেতে দেখতে চাই না। কারণ এটা মূলত প্রতারণা।’

এই প্রতারণা ঠেকানোর উপায় হিসেবে অশ্বিনের সঙ্গে সুর মিলিয়ে রান পেনাল্টির কথা বললেন পন্টিংও। দুটি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, এক ধরনের রান পেনাল্টি হওয়া উচিত। বোলার যদি বল ছাড়ার শেষ পর্যায়ে গিয়ে থেমে যায় এবং দেখে ব্যাটসম্যান প্রতারণা করছে, ক্রিজের বাইরে রয়েছে, তাহলে তাদেরকে রান পেনাল্টি করা হোক।’

‘ম্যাচের শুরু থেকেই এটা করতে হবে, কারণ তাহলে শুরুতেই এটি থেমে যাবে। ভেবে দেখুন, ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় কোনো দলের ১০ রান কেটে নেওয়া হয়েছে; এই ধরনের বিষয়গুলোতে নজর দেওয়া দরকার।’