দক্ষিণ আফ্রিকায় নিজের দ্বিতীয় টেস্ট খেলছেন তাইজুল। ২০১৭ সালে ব্লুমফুন্টনে প্রথম টেস্টে কোনো উইকেট পাননি। এবার ডারবানে বাঁহাতি স্পিনারকে একাদশের বাইরে রেখেছিল দল।
দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে ফিরে নিজের সামর্থ্য বেশ ভালোভাবে বুঝিয়েছেন তাইজুল। প্রথম দিন ৩ উইকেট নিয়ে ছিলেন দিনের সেরা বোলার। আজ দ্বিতীয় দিন তার শিকার আরো ৩ উইকেট। সব মিলিয়ে ১৩৫ রানের খরচে ৬ উইকেট পেয়েছেন তিনি।
তাতেই তার নাম উঠে গেল ইতিহাসের পাতায়। পোর্ট এলিজাবেথে অতিথি স্পিনার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন বাংলাদেশের এই স্পিনার। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে অতিথি দলের কোনো স্পিনার এর আগে ৬ উইকেট পায়নি। তাইজুল রেকর্ড বুকে নতুন অধ্যায় যোগ করলেন।
এর আগে ইংল্যান্ডের ডমিনিক মার্ক বিস, অস্ট্রেলিয়ার রিচার্ড বেনাড ও নাথান লায়ন কেবল ৫ উইকেট পেয়েছেন। তাইজুল তাদের ছাড়িয়ে নতুন ইতিহাস লিখলেন।
পাশাপাশি এই মাঠে স্পিনার হিসেবে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন তাইজুল। ১৯৫৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিক স্পিনার হুগ জোসেফ টাইফিল্ড ৭৮ রানে ৬ উইকেট পেয়েছেন। ৬৫ বছর পর পোর্ট এলিজাবেথে কোনো স্পিনার পেলেন ৬ উইকেট।