আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নতুন মুখ হিসেবে আছেন তানভীর সাংহা। আছেন অনভিজ্ঞ অলরাউন্ডার অ্যারন হার্ডি। বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পাননি টেস্টের তারকা ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেন।
আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোকে তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দলের তালিকা জমা দিতে হবে। বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ অক্টোবর। এদিন তারা চেন্নাইতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।
অবশ্য ইনজুরি সমস্যা ভুগতে থাকা অধিনায়ক প্যাট কামিন্সকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। তিনি যদি সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি সুস্থ ও ফিট হতে পারেন তাহলেই কেবল জায়গা পাবেন দলে। অ্যাশেজ সিরিজ চলাকালিন তার কব্জিতে চিড় ধরা পড়ে। সেরে উঠতে তাকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আশা করা হচ্ছে এই পেসার বিশ্বকাপ শুরুর আগেই সেরে উঠবেন।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। আশা করা হচ্ছে এই সিরিজেই সুযোগ পেয়ে যাবেন হার্ডি ও সাংহা।
অবশ্য সাংহা এর আগে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি তার। উপ-মহাদেশের কন্ডিশনে অ্যাশটন অ্যাগার ও অ্যাডাম জাম্পার সঙ্গে তিনিও হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার জন্য দারুণ বিকল্প।
অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেতে হলে হার্ডিকে অবশ্য লড়াই করতে হবে মিচেল মার্শ, মার্কাস স্টয়েনিস ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদের সঙ্গে। ভারতীয় কন্ডিশনে যাদের খেলার অভিজ্ঞতা অনেক।
তবে বিশ্বকাপের দলে ল্যাবুশেনের জায়গা না পাওয়াটা বিস্ময়কর। ২০২০ সালে অভিষেক হওয়ার পর মাত্র ৮টি ম্যাচ খেলতে পারেননি তিনি। বাকি সবগুলোতে ম্যাচে খেলেছিলেন।
প্রধান নির্বাচক জর্জ বেইলি আশা করছেন আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তারা দারুণ একটি ভারসাম্যপূর্ণ দল বেছে নিতে পেরেছেন। এবং তাদের নিয়ে স্বপ্ন দেখছেন রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের।
অস্ট্রেলিয়া এর আগে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ বিশ্বকাপ জিতেছিল।
বেইলি বলেছেন, ‘এই দলটি গেল কয়েক বছর ধরে দারুণ খেলছে। তাদের পারফরম্যান্স মুগ্ধ হওয়ার মতো। দলে দারুণ দারুণ সব প্রতিভা আর অভিজ্ঞতার সমাহার রয়েছে। যা বিশ্বকাপের মতো মঞ্চে প্রয়োজন হয়।’
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবোট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলেউড, ত্রাভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়েনিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।