খেলাধুলা

ঢাকায় পাঠানো হলো মোস্তাফিজকে

অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলাম। বিসিবির মেডিকেল বিভাগ ও নিউরো সার্জনের সঙ্গে আলোচনা করে গতকাল রাতে তার দ্বিতীয় সিটিস্ক্যান করানো হয়। বিমানযাত্রার জন্য ফিট হওয়ার পরই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় কুমিল্লার টিম ম্যানেজমেন্ট।

বিবৃতিতে বলা হয় দ্রুত সুস্থ হওয়ার পথে রয়েছেন, আরও তিনদিন মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ থাকবে। পরবর্তী পর্যবেক্ষণ করা হবে ২৩ ফেব্রুয়ারি।

গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফেটে যায় মোস্তাফিজের। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়, অবস্থা সন্তোষজনক হলেও লাগে পাঁচটি সেলাই। মোস্তাফিজকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হলেও তাকে প্রায় দুইদিন হাসাপাতালে রাখা হয়।