পার্থে দারুণ জয়ের পর আকাশে উড়ছিল ভারত। অ্যাডিলেড এক ধাক্কায় তাদেরকে মাটিতে নামিয়েছে অস্ট্রেলিয়া। ১০ উইকেটের করুণ পরাজয়ের রেশ কাটতে না কাটতেই এবার আরেক দুঃসংবাদ পেল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেছে দলটি।
অস্ট্রেলিয়ার কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে ভারত। তিনে নেমে গেছে রোহিত শর্মার দল। এই চক্রে তাদের সাফল্যের হার এখন ৫৭.২৯ শতাংশ। তারা এই চক্রে খেলেছে ১৬ টেস্ট।
ভারতকে হটিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। ভারতকে নিজেদের জায়গায় ঠেলে দিয়ে তিন থেকে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে অজিরা। তাদের সাফল্যের হার ৬০.৭১ শতাংশ।
পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান করেছে দক্ষিণ আফ্রিকা। ৫৯.২৬ শতাংশ সাফল্যের হার নিয়ে ফাইনাল খেলার পথেই আছে প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে দু্ই টেস্ট জিতলেই তাদের সাফল্যের হার হবে ৬৯.৪৪ শতাংশ।
এই চক্রে ভারতের আর বাকি আছে তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি তিন টেস্ট জিতলে ৬৪.০৪ শতাংশ সাফল্যের হার হবে ভারতের। এমনটা হলে অজিদের ক্ষেত্রে হবে ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ার আরও দুই ম্যাচ জিতে পয়েন্ট বাড়ানোর সুযোগ থাকছে। সেক্ষেত্রে ফাইনাল খেলতে অনেক সমীকরণ পক্ষে আসতে হবে ভারতের।
এদিকে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা কার্যত শেষ নিউ জিল্যান্ডের। ওয়েলিংটনে ইংল্যান্ডের কাছে ৩২৩ রানে হেরে ন্যূনতম সম্ভাবনাটুকু শেষ হয়ে গেল কিউইদের। ৪৪.২৩ শতাংশ সাফল্যের হার নিয়ে ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট তালিকার ৬ নম্বরে। ইংলিশরা আছে পাঁচে। তাদের সাফল্যের হার ৪৫.২৪ শতাংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই। ৩১.২৫ শতাংশ সাফল্যের হার নিয়ে তারা পয়েন্ট তালিকার আট নম্বরে অবস্থান করছে তারা। তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজের সফলতার হার ২৪.২৪ শতাংশ। অবশ্য তাদের আরও দুই ম্যাচের সিরিজ বাকি আছে পাকিস্তানের বিপক্ষে।