ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নগদ লভ্যাংশ পাঠিয়েছে সিঙ্গার বিডি

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৪ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নগদ লভ্যাংশ পাঠিয়েছে সিঙ্গার বিডি

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড (সিঙ্গার বিডি) ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ‍নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি।

এদিকে যাদের লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে এখনো পৌঁছায়নি, তাদের ডিভিডেন্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.১২ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৫.৩৯ টাকা। এ ছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৮.৭৮ টাকা (নেগেটিভ)।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৭/আশিক/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়