ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় ‘আতঙ্কের পৃথিবীতে এক চক্কর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় ‘আতঙ্কের পৃথিবীতে এক চক্কর’

সাহিত্য ডেস্ক : এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার ও প্রাবন্ধিক মিলু শামস-এর ‘আতঙ্কের পৃথিবীতে এক চক্কর’। বইটিতে বিভিন্ন সময়ে লেখা সাহিত্য, সমাজ, রাজনীতি, দর্শন, অর্থনীতি, ইতিহাস নিয়ে ৩২টি প্রবন্ধ স্থান পেয়েছে। প্রবন্ধগুলো হলো : মার্কেজ এবং তাঁর লাতিন আমেরিকা; সার্ত্রে মোদিয়ানো এবং অন্যান্য; বাংলা ভাষায় দ্বিধা; বইমেলায় প্রমথ চৌধুরী এবং সৈয়দ মুজতবা আলী; নিষিদ্ধতার যত কথা; শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টই; হিন্দুয়ানী পোশাক; আন্দামান দ্বীপপুঞ্জে; ভার্চুয়াল বন্ধুত্ব : বিচ্ছিন্নতার নেটওয়ার্ক; ক্যাস্ট্রো এবং কমিউনিস্ট আন্দোলন; দেয়ালের শহরে; দেয়ালের শহর পেরিয়ে; প্রতিধ্বনি শুনি আজও; মেশিনগানের গণতন্ত্র; এক ছুটে পাহাড়ে; শ্লীলতার সীমা; মনে রাখতে হবে তাঁকে; আতঙ্কের পৃথিবীতে এক চক্কর; এ কেমন যাওয়া; মাইকেল মধুসূদন দত্ত; প্যারিস র্তু আর মার্সেই; বিজ্ঞাপন টেলিভিশন আর নিরন্তর ছুটে চলা; ক্যামেরার কথাকার; দিল্লিতে দু’দ-; মুঘল ইতিহাসে; শান্তির সন্ধানে; কোভলম ও কন্যাকুমারী; প্রতিবাদের শক্তি এবং শিক্ষাবাণিজ্য; হৈমন্তীদের একশ বছর; দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের গ্রামে অতিকায় দানব এবং সম্ভাবনার দেশ।

বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন কামরুল আহসান। ১২৮ পৃষ্ঠার এ বইটির মূল্য রাখা হয়েছে তিনশ টাকা। উল্লেখ্য, মিলু শামস নব্বই দশক থেকে লেখালেখি করছেন। তিনি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন জড়িত। বর্তমানে একটি জাতীয় দৈনিকে সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত।



রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়