ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম আর নেই

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্র প্রযোজক ইফতেখারুল আলম আর নেই

বিনোদন প্রতিবেদক : ষাটের দশকের সিনেমার প্রখ্যাত প্রযোজক ইফতেখারুল আলম আর নেই।

গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইফতেখারুল আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা আহমেদ শরীফ।

আহমেদ শরীফ জানান, আজ রবিবার বাদ জোহর গুলশান ২- এ অবস্থিত আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ব্যক্তিজীবনে তিনি আহমেদ শরীফের ফুফু বেগম খোরশিদা আলমকে বিয়ে করেন। বেশ কয়েক বছর আগে স্ত্রীকে হারান এই প্রযোজক।

১৯৬৪ সালে প্রথম রঙিন সিনেমা ‘সঙ্গম’ প্রযোজনা করেন ইফতেখারুল আলম। এটি পরিচালনা করেন জহির রায়হান। এরপর ১৯৬৬ সালে রাজ্জাক-সুচন্দা জুটির প্রথম সিনেমা ‘বেহুলা’ প্রযোজনা করেন। স্বাধীনতার পর প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’-এর এক অংশ প্রযোজনা করেন তিনি। এছাড়া ‘আনোয়ারা’, ‘আলিবাবা’, ‘দুই পয়সার আলতা’, ‘সংসার’র মতো অসংখ্য সিনেমা প্রযোজনা করেছেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/৬ জানুয়ারি ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়