ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ১২ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ায় মজুরি বাড়ানোর দাবিতে আজ শনিবারও বিক্ষোভ করেছে শ্রমিকরা। দফায় দফায় মহাসড়ক অবরোধ করে বেশকিছু যানবাহনে ভাঙচুর চালিয়েছে তারা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান থেকে গরম পানি এবং সাঁজোয়া যান থেকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

শনিবার সকাল ৯টার দিকে শিল্পাঞ্চলের জামগড়া এলাকা থেকে এই সংঘর্ষের সুত্রপাত হয়। পরে শিল্পাঞ্চলের আরো কয়েকটি এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের খবর পাওয়া যায়।

মজুরি বাড়ানোর দাবিতে এই শিল্পাঞ্চলে গেল সপ্তাহের প্রতিটি দিনই অচলাবস্থা ছিল। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসেও কার্যত অচল এই শিল্পাঞ্চল। বিক্ষোভের মুখে অন্তত ৩৫টি কারখানায় বন্ধ রয়েছে উৎপাদন।

শনিবার সকালে কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে সড়কে নেমে আসে শ্রমিকরা। তারা প্রথমে জামগড়া এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে। তারপর সেখানে ভাঙচুর চালায় অন্তত ১০টি যানবাহনে। এক পর্যায়ে ওই সড়ক থেকে শ্রমিকদের সরাতে গেলে পুলিশের ওপড় ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পুলিশ লাঠিচার্জ শুরু করলে শুরু হয় সংঘর্ষ।

শ্রমিকদের উদ্দেশে পুলিশকে গুলি ছুঁড়তেও দেখা যায়। জলকামান ও সাঁজোয়া জান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরানো হয়। শ্রমিকদের নিবৃত্ত করতে পুলিশ আশপাশের অলিগলিতে প্রবেশ করেও লাঠিচার্জ চালায়।

বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ইউনিক, শিমুলতলী, জিরাবো ও কাঠগড়া এলাকাতেও সড়ক অবরোধ করে শ্রমিকরা। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে টহল দিচ্ছে বিজিবি সদস্যরাও। কারখানা ও মহাসড়কে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

 

 

 

 

রাইজিংবিডি/সাভার/১২ জানুয়ারি ২০১৯/সাফিউল ইসলাম সাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়