ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পহেলা বৈশাখে নিরাপত্তা শঙ্কা নেই’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পহেলা বৈশাখে নিরাপত্তা শঙ্কা নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।  রমনা পার্ক, সোহরওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মোতায়েন থাকবে।  সবগুলো ভেন্যু সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

শুক্রবার দুপুরে রমনা বটমূলে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জনবহুল রমনা বটমূল, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নববর্ষের বড় অনুষ্ঠান হয়ে থাকে।  এ ছাড়াও অন্যান্য স্থানে অনুষ্ঠান হয়ে থাকে।  অনুষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য নাশকতা ঠেকানোর জন্য র‌্যাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

কর্নেল জাহাঙ্গীর বলেন, ‘এসব স্থানের মোবাইল পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, অবজারভেশন পোস্ট থাকবে।  প্রস্তুত থাকবে ডগ স্কোয়াডসহ বোম্ব ডিস্পোজাল ইউনিট।  এ ছাড়া, নববর্ষ নির্বিঘ্নে উদযাপনে রমনায় স্ট্রাইকিং রিজার্ভ, ইভটিজিং রোধে মোবাইল কোর্ট থাকছে।  টহল, ফুট পেট্রোল, ওয়াচ টাওয়ার, মোটরসাইকেল পেট্রোলের ব্যবস্থা থাকবে।  নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রমনা বটমূলের পাশে বয়স্ক, নারী ও শিশুদের বিশ্রামের জন্য বৈশাখী লাউঞ্জ তৈরি করা হয়েছে, ক্লান্ত বয়স্কদের পাশাপাশি নারী ও শিশুরা যেন বিশ্রাম নিতে পারেন সে ব্যবস্থাও করা হয়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ এপ্রিল ২০১৯/মাকসুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়