ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রাথমিক অষ্টম মাধ্যমিক দ্বাদশে উন্নীত করা হবে’

মো. শরিফুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রাথমিক অষ্টম মাধ্যমিক দ্বাদশে উন্নীত করা হবে’

শেরপুর সংবাদদাতা : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষা দ্বাদশ শ্রেণিতে উন্নীত করার চিন্তা-ভাবনা করছে সরকার। সে লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

সোমবার দুপুরে শেরপুরের নকলা-নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর কৃতী শিক্ষার্থী, শিশু, এলাকার বয়স্ক ও বিধবাদের ভাতা বিতরণের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা যখন বই দেন তখন কে আওয়ামী লীগ কে বিএনপির সমর্থক তা বেছে দেন না। ঠিক একইভাবে আমরা যখন এলাকার জনগণকে কিছু দেই তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে সবাইকেই দেই।  এখানে বিএনপি এমনকি জামায়াতের লোকজনরাও পায়।

অভিভাবকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, শিশুদের কালার করা ঠিক না। হতে পারে ভিন্নমত ও পথের। সে ভাল কাজও করবে। আবার কিছু খারাপও করবে। তাই  তাদের বড় হতে দিন, লেখাপড়া শিখুক, ভাল-মন্দ বিচারের ক্ষমতা হোক।

এ সময়  পুলিশ সুপার রফিকুল হাসান গনি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, খামারবাড়ির উপপরিচালক মো. আশরাফ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও  উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/শেরপুর/১৬ জানুয়ারি ২০১৭/মো. শরিফুর রহমান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়