ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মাগুরায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূ নিহত, ফসলের ক্ষতি

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাগুরায় কালবৈশাখী ঝড়ে গৃহবধূ নিহত, ফসলের ক্ষতি

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামে কালবৈশাখী ঝড়ে গৃহবধূ সাজেদা খাতুন (৪০) নিহত হয়েছেন।

জেলার শ্রীপুর, সদর ও শালিখা উপজেলায় ঝড়ে বহু গাছপালা, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার সকালে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের আঘাতে আমলসার গ্রামের সৈয়দ মন্ডলের মেয়ে সাজেদা খাতুনের ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় তিনি ঘরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুপুরে মাগুরা সদর হাসপাতালে তিনি মারা যান। আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝড়ে বিভিন্ন এলাকায় পেঁপে, কলাসহ সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার উপর গাছ পড়ে প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাগুরার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। বিভিন্ন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ফসল হানির হিসাব নেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/মাগুরা/১৫ মে ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়