ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মানিকগঞ্জে স্রোতের তোড়ে বাঁধে ভাঙন

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিকগঞ্জে স্রোতের তোড়ে বাঁধে ভাঙন

মানিকগঞ্জ প্রতিনিধি : কালীগঙ্গা নদীর তীব্র স্রোতে ভেঙে গেছে সাটুরিয়া উপজেলার পশ্চিম চরতিল্লী গ্রামের দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধ।

সোমবার ভোরে সাতশত মিটার বাঁধের কিছু অংশ ভেঙে গেলে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। বাঁধটি মেরামতে স্থানীয়দের উদ্যোগে ভাঙা অংশে ফেলা হচ্ছে বালির বস্তা।

তিল্লী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ড সদস্য মো. সেলিম মিয়া জানান, আট মাস আগে পশ্চিম চরতিল্লী গ্রামে কালীগঙ্গা নদীর ভাঙন রক্ষায় জিও ব্যাগ দিয়ে সাতশত মিটার এলাকায় তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। সেই সময় স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বাঁধের  উদ্বোধন করেন। সোমবার ভোরে বাঁধের ১০০ মিটার ভেঙে এলাকায় পানি ঢুকে পড়েছে। 

স্থানীয় শাকিল সরকার জানান, গত কয়েক বছর ধরে কালীগঙ্গার ভাঙনে রাস্তাঘাট, ফসলী জমি, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড ওই এলাকায় প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করে। বাঁধটি ভেঙে যাওয়ায় সকাল থেকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। তবে, ওই স্থানের বাঁধটি স্থায়ীভাবে রক্ষা করা না হলে মানিকগঞ্জ-টাঙ্গাইল সড়ক, একটি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাজার ও নদী তীরবর্তী বেশ কিছু বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শীঘ্র বাঁধটি মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/মানিকগঞ্জ/১৪ আগস্ট ২০১৭/আশরাফুল আলম লিটন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়