ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কমতে শুরু করেছে পদ্মার পানি

সোহেল মিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কমতে শুরু করেছে পদ্মার পানি

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মার পানি বেড়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর অবশেষে কমতে শুরু করেছে ।

তবে পদ্মার স্রোত তীব্র থাকায় এখনও ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ ও ফেরি চলাচল। এতে উভয় পাশে নদী পারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। অন্যদিকে হুমকির মুখে রয়েছে দৌলতদিয়ার ৪টি ফেরিঘাটই।

রোববার সকাল সাড়ে ৮টায় পদ্মার পানি কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয় জানায়, এবারের বন্যায় রাজবাড়ীতে পানিবন্দি হয়ে পড়েছে ৪০ হাজার ৮৪৫টি পরিবারের ১ লাখ ৩৯ হাজার ৯৯৩ জন মানুষ । বন্যা কবলিত পরিবারগুলোর আশ্রয়ের জন্য জেলা প্রশাসনের পক্ষ খোলা হয়েছে ২২টি আশ্রয়কেন্দ্র।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের ডিও মো: ইউসুফ উদ্দিন খান জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মার পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছিল। সর্বশেষ পদ্মার পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।  শনিবার  সন্ধ্যা ৬টার সময় ৩ সেন্টিমিটার এবং রোববার সকাল ৬ টায় ৮ সেন্টিমিটার পানি কমেছে। পদ্মার পানি এখন ১০৬ থেকে কমে ৯৮ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার জানান, আশা করছি এখন থেকে পানি আরো কমতে থাকবে।




রাইজিংবিডি/ রাজবাড়ী/ ২০ আগস্ট ২০১৭/ সোহেল মিয়া/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়