ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

সোহেল মিয়া || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি : ঈদে ঘরমুখো মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় বাসের এক সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী বৈশাখী ডিলাক্স পরিবহনের একটি বাস থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ওই সুপারভাইজারের নাম মো. সালাম (২৬)। তিনি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর গ্রামের রব মিয়ার ছেলে এবং বৈশাখী ডিলাক্স পরিবহনে কর্মরত।

র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সুপারভাইজার সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে তিনগুণ বাস ভাড়া আদায় করছিলেন। বিশেষ অভিযান পরিচালনার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে আট হাজার টাকা জরিমানা করেন।




রাইজিংবিডি/রাজবাড়ী/১ সেপ্টেম্বর ২০১৭/সোহেল মিয়া/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়