ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শরীয়তপুরে রশি ছিঁড়ে ৩ লঞ্চডুবি

মো. জামাল মল্লিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ১১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীয়তপুরে রশি ছিঁড়ে ৩ লঞ্চডুবি

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ওয়াপদা ঘাটে নোঙর করে রাখা তিনটি লঞ্চ পন্টুনের রশি ছিঁড়ে পদ্মায় ডুবে গেছে।

সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ লঞ্চে থাকা বেশ কয়েকজন কর্মী নিখোঁজ রয়েছেন। লঞ্চ তিনটি হলো, মৌচাক-৪, মহানগরী, নড়িয়া-১। 

ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার মোতাহার হোসেন জানান, সকালে হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়।  তখন পন্টুনে পাঁচটি লঞ্চ নোঙর করা ছিল। তার মধ্যে তিনটি লঞ্চ রশি ছিঁড়ে তলিয়ে গেছে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলামউদ্দীন জানান, প্রচণ্ড স্রোতের কারণে পন্টুনের রশি ছিঁড়ে নোঙর করে রাখা তিনটি লঞ্চ ডুবে যায়।  এই তিনটি লঞ্চে ১৫-২০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন তীরে উঠতে সক্ষম হয়েছে। ঘটনার পর ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার কাজ  শুরু করেছেন।



রাইজিংবিডি/শরীয়তপুর/১১ সেপ্টেম্বর ২০১৭/জামাল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়