ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শরীয়তপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

মো. জামাল মল্লিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীয়তপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. মাহামুদুল হোসাইন খান।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ জালাল উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা এলাকায় ১ ডিসেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় বিরতণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের এএসপি তানভির হায়দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালীসহ আরো অনেকে।



রাইজিংবিডি/শরীয়তপুর/১ ডিসেম্বর ২০১৭/মো. জামাল মল্লিক/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়