ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলছে

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ১৪ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলছে

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে দীর্ঘ পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। রোববার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে দেশের সুপরিচিত দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ শিমুলিয়ায়। ঘন কুয়াশায় ঢাকা পড়ে গেলে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ফুল-লোড অবস্থায় প্রায় ৩ শতাধিক যানবাহন ও বিপুল সংখ্যক যাত্রীসহ মাঝনদীতে নোঙরে থাকে মোট পাঁচটি ফেরি। এ সময় একই অবস্থায় শিমুলিয়া ঘাটের পন্টুনে তিনটি ফেরি এবং কাঁঠালবাড়ি ঘাটে আরো দুটি ফেরি ভেড়ানো থাকে। এ সময় মাঝনদীতে এবং দুই ঘাটের পাশে আটকে পড়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

 



মাওয়া বিআইডব্লিউটিসির ডিজিএম (বাণিজ্য) মো. খালিদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার কারণে নৌরুটে দীর্ঘ পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় সকালে শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী প্রাইভেটকার, মাইক্রোবাস ও মালবাহী ট্রাকসহ প্রায় ৮ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে হয়। সকাল ১০টায় শিমুলিয়া ঘাটে ছোট-বড় পণ্যবাহী ট্রাক পারপারের অপেক্ষায় ছিল। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত নৌরুটের পদ্মা অববাহিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ফেরিচালকেরা নৌরুটের এক ফুট অদূরেও দিক-মার্ক ও সিগন্যাল বিকন বাতি নির্ণয় করতে পারছিলেন না। তাই দুর্ঘটনা এড়াতে বাধ্য হয়ে ফেরিচালকেরা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন। এতে করে সকালের দিকে শিমুলিয়া ঘাটে যানবাহনের চাপ দেখা দেয়। তবে সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়।



রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১৪ জানুয়ারি ২০১৮/শেখ মোহাম্মদ রতন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়