ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পর্যটন শিল্পের বিকাশে গণমাধ্যম ভূমিকা রাখছে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পর্যটন শিল্পের বিকাশে গণমাধ্যম ভূমিকা রাখছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, সময়ের সঙ্গে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে। এই গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরে জনমত তৈরি ও পর্যটন বিকাশে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যম এ সেক্টরে সরকারের অন্যতম সহযোগী।

মঙ্গলবার সচিবালয়ে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম (এটিজেএফবি)  নেতৃবৃন্দ সাক্ষাৎকরতে এলে তিনি এ কথা বলেন।

এভিয়েশন ও পর্যটন সেক্টরে সরকারের অর্জনসমূহ তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘গণমাধ্যম সরকারের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে। সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন রচনা করে গণমাধ্যম। তাই দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।’ সম্ভাবনাময় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এর আগে ফোরাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়র করেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল। এসময় তাকে এটিজেএফবির কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

সংগঠনের সভাপতি নাদিরা কিরন, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার ও অন্যরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়