ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে ২১ মামলার আসামি নিহত

শেখ মো. রতন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুন্সিগঞ্জে বন্দুকযুদ্ধে ২১ মামলার আসামি নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জ সদর থানার ২১ মামলার আসামি রিংকু (৩৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে চরাঞ্চলের বাংলাবাজার ও আধারা ইউনিয়নের মিঝিকান্তিতে এ ঘটনা ঘটে।

রিংকুর মৃতদেহ সদর থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসে। বন্দুকযুদ্ধে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম।

বন্দুকযুদ্ধ চলাকালে এসআই সঞ্জয় (৩২) গুলিবিদ্ধ হন। এ সময় আরো দুজন এএসআই গুরুতর আহত হন।

জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার গুলিবিদ্ধ পুলিশের এসআই সঞ্জয়কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল হাসপাতাল প্রেরণ করেছেন।

বাকি দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ জানায়, ২১ মামলার আসামি আন্তঃজেলা নৌ-ডাকাত রিংকুকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামে উপস্থিত হয়।

এ সময় রিংকু ও তার বাহিনী পুলিশের ওপর গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এতে রিংকু নিহত হয়। এ সময় এক পুলিশ গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত সন্ত্রাসী রিংকু সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের জসিম দেওয়ানের ছেলে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, পলাতক আসামি রিংকুকে ধরতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিংকু গুলি চালায় । এতে গুলিবিদ্ধসহ আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়।




রাইজিংবিডি/মুন্সিগঞ্জ/২ ফেব্রুয়ারি ২০১৮/শেখ মোহাম্মদ রতন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়