ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আন্দোলন করে সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করা যায় না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আন্দোলন করে সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করা যায় না’

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : ‘বিএনপি আন্দোলনের হুমকি-ধামকি দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু আন্দোলন করে কোনো দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্ত করা যায় না। দণ্ডপ্রাপ্ত আসামিকে ‍মুক্তি করতে হলে আইনি প্রক্রিয়ার সহযোগিতা নিতে হবে।’

বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ (কুষ্টিয়া-৩) এ কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তার ছেলেরা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তাদের বিনিয়োগের খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এই বিষয়টি তদন্ত করে মামলা হওয়া উচিত। সরকারকে বলব, এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পাচার করা টাকা ফিরিয়ে আনা হোক। খালেদা জিয়া কেবল নিজেই ‍দুর্নীতিবাজ নন, তার পুত্রও দুর্নীতিবাজ। তার স্বামীও ছিলেন দুর্নীতিবাজ।’

হানিফ বলেন, ‘বিএনপি নেতারা দেশের মানুষের জন্য নয়, একটি দুর্নীতিবাজ পরিবারকে রক্ষার জন্য রাজনীতি করে। বিএনপি নেতাদের বলব, সঠিক অর্থে রাজনীতি করতে চাইলে দুর্নীতিবাজ নেতৃত্ব পরিবর্তন করুন।’

 

 

পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ব্যাংকিং খাতে অব্যবস্থাপনার প্রসঙ্গে হানিফ বলেন, ‘সরকারের সব সেক্টরে উন্নয়ন রয়েছে। তবে এই উন্নয়নের পাশাপাশি কিছু অস্বস্তির কারণও রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দু-একটি ছোটখাটো ঘটনার কারণে অগ্রযাত্রায় অস্বস্তি এনে দেবে, তা চাই না। শিক্ষা মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা ও দুর্বলতার কারণে আমরা বারবার বিব্রতকর অবস্থায় পড়ছি। শিক্ষামন্ত্রীকে বলব, এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন। যে অব্যবস্থাপনা হয়েছে, তা দ্রুত দূর করে জনগণের মধ্যকার অস্বস্তিকে দূর করে সরকারের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে উদ্যোগ নেবেন।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আসাদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়