ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেপালে বিমান দুর্ঘটনায় দুদক চেয়ারম‌্যানের শোক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালে বিমান দুর্ঘটনায় দুদক চেয়ারম‌্যানের শোক

নিজস্ব প্রতিবেদক : নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ার‌ম‌্যান ইকবাল মাহমুদ।

সোমবার গণমাধ‌্যমে পাঠানো এক শোকবাণীতে বিমান দুর্ঘটনায় আরোহীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, ‘যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিটি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ ছাড়া বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহত আরোহীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন দুদক চেয়ারম্যান।

ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫২ মিনিটে নেপালের উদ্দেশে ছেড়ে যায়। নেপালের সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডুতে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে উড়োজাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, ঢাকা থেকে নেপালগামী বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হওয়ার পর এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নয়জনের খোঁজ পাওয়া যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।




রাইজিংবিডি/ঢাকা/১২ মার্চ ২০১৮/এম এ রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়