ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ময়মনসিংহে সিটি করপোরেশন ঘোষণায় আনন্দ শোভাযাত্রা

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১১ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে সিটি করপোরেশন ঘোষণায় আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ পৌরসভার ১৫০ বছর পূর্তি ও পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজ বুধবার বিকেলে আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার আগে আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ময়মনসিংহের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এ ঘাঁটি আরো  মজবুত করতে আগামী সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র হিসেবে ইকরামুল হক টিটুকে দেখতে চান। টিটু গত সাত বছরে ময়মনসিংহ পৌরসভার উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, তা ময়মনসিংহবাসী গভীরভাবে স্মরণে রাখবে। 

ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত আলোচনা সভায় ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে মোয়াজ্জেম হোসেন বাবুল আরো বলেন এই পৌরসভাকে সিটি করপোরেশন করার অগ্রণী ভূমিকা পালন করেছেন টিটু।

যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহ শওকত উসমান লিটনের সঞ্চালনায় জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা এম এ কুদ্দুস, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ পৌরসভার সকল কাউন্সলির বক্তব্য রাখেন।

আলোচনা শেষে পৌর মেয়র টিটুর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।



রাইজিংবিডি/ময়মনসিংহ/১১ এপ্রিল ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়