ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালে দিনভর বৃষ্টিতে স্বস্তির সঙ্গে জলাবদ্ধতা

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বরিশালে দিনভর বৃষ্টিতে স্বস্তির সঙ্গে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালে আজ শুক্রবার সকাল থেকে দিনভর মুষলধারে বৃষ্টি হয়েছে। পবিত্র রমজানের প্রথম দিন বৃষ্টিস্নাত আবহাওয়ায় কারণে রোজাদারদের মাঝে ছিল স্বস্তির ছাপ।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের হতে দেখা যায়নি। নগরজুড়ে দিনের বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা ছিল।

দিনভর বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ নিম্নাঞ্চলে পানি জমে গেছে। এতে যানবাহন এবং জনসাধারণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। ময়লা-আবর্জনা-ড্রেনেজের উপচেপড়া পানি মাড়িয়ে নগরবাসীকে চলাচল করতে হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানায়, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুর ১২টা ৫ মিনিট থেকে ভারি বৃষ্টি শুরু হয়। মুষলধারে দুই ঘণ্টার অধিক ভারি বৃষ্টি হওয়ায় বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে যায়। এতে যানবাহন এবং জনগণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়।

আবহাওয়া অফিস সূত্র জানায়, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বৃষ্টির প্রভাব আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বৃষ্টির প্রভাবে নদী বন্দরসমূহে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।



রাইজিংবিডি/বরিশাল/১৮ মে ২০১৮/জে.খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়