ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজিব রাজাক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২০ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তাহীনতায় ভুগছেন নাজিব রাজাক

আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। রোববার তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ওয়ানএমডিবি তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে নাজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মালয়েশিয়া সরকার। এর অংশ হিসেবে শুক্রবার তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল স্বর্ণালংকার, দামী হাতব্যাগ ও দেশি-বিদেশি অর্থ উদ্ধার করা হয়। নাজিব অবশ্য পুলিশের এই তল্লাশি অভিযান নিয়ে প্র্রশ্ন তুলেছেন।

রোববার ভোরে কুয়ালালামপুর থেকে নাজিব তার গ্রামের বাড়ি পাহাং প্রদেশের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে রওনা হন। কুয়ালামপুর ছাড়ার আগে নাজিব পুলিশি সুরক্ষা দাবি করে আবেদন করেছিলেন। অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে নাজিবের বাড়ির বাইরে পুলিশি প্রহরা রয়েছে। এছাড়া তিনি এখনো পুলিশি নিরাপত্তাতেই ভ্রমণ করেন।

মালয়েশিয়ার সরকারি সংবাদমাধ্যম বারনামাকে নাজিবের মুখপাত্র বলেছেন, ‘১৪তম জাতীয় নির্বাচনের পর নাজিব ও তার পরিবারের সদস্যরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাই নাজিব পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।’



রাইজিংবিডি/ঢাকা/২০ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়