ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জামিনে ছাড়া পেয়েই পিটিয়ে দুজনকে হাসপাতালে..

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৩, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জামিনে ছাড়া পেয়েই পিটিয়ে দুজনকে হাসপাতালে..

চুয়াডাঙ্গা সংবাদদাতা: একজনকে পিটিয়ে জেলে যাওয়ার পর জামিনে ছাড়া পেয়েই ফের একই পরিবারের আরো দুই জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন তিতুদহ গ্রামের আবু মুছা’র স্ত্রী রোকেয়া (৪০) ও  কলেজ পড়ুয়া মেয়ে পলি (২০)। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, তিতুদহ গ্রামের আবুজার মোল্লার ছেলে জালাল রাস্তার জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৬ মে একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আবু মুছাকে রড দিয়ে পিটিয়ে জখম করেন। এ ঘটনায় মামলা দায়ের হলে জালালকে জেলহাজতে যেতে হয়। বুধবার জামিনে ছাড়া পেয়েই জালাল আবু মুছার বাড়িতে যান এবং কেন তার নামে মামলা করা হলো, এই ক্ষোভে আবু মুছার স্ত্রী ও মেয়েকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানিয়েছেন, আহতরা আশঙ্কামুক্ত।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৪ মে ২০১৮/এম এ মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়