ঢাকা     রোববার   ১৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

বিএফইউজে চট্টগ্রামে নির্বাচিত হলেন যারা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ১৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএফইউজে চট্টগ্রামে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচনে চট্টগ্রাম থেকে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ হায়দার চৌধুরী। এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজী এবং নির্বাহী সদস্য পদে রুবেল খান ও আজহার মাহমুদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন কমিশনার মোয়াজ্জেমুল হক এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে চট্টগ্রাম প্রেসক্লাব ভোটকেন্দ্রে শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এর পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের বিএফইউজে নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রে ৩৯২ জন ভোটারের মধ্যে ৩৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চট্টগ্রাম থেকে সহসভাপতি পদে তিনজন, যুগ্ম মহাসচিব পদে পাঁচজন, সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রিয়াজ হায়দার চৌধুরী ১৮৪ ভোট, মহসীন কাজী ১৬০ ভোট ও সদস্যপদে রুবেল খান সর্বোচ্চ ২২৮ ভোট ও আজহার মাহমুদ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ জুলাই ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়