ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মরিনহোর এক বছরের জেল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৯, ৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মরিনহোর এক বছরের জেল

হোসে মরিনহো

ক্রীড়া ডেস্ক : স্পেনে কর ফাঁকির মামলায় শাস্তি পেয়েছেন হোসে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেডের এই কোচকে এক বছরের জেল দেওয়ার পাশাপাশি ২০ লাখ ইউরো জরিমানা করেছে স্পেনের আদালত।

২০১১ ও ২০১২ সালে ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল মরিনহোর বিরুদ্ধে। ওই সময়টায় রিয়াল মাদ্রিদের দায়িত্বে ছিলেন পর্তুগিজ এই কোচ।

মরিনহোর কর ফাঁকির মামলা অবশ্য আদালতে মীমাংসা হয়নি। মঙ্গলবার স্পেনের পত্রিকা এল মুন্দো জানায়, এ সংক্রান্ত মামলায় স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন মরিনহো।

এক বছরের জেল হওয়ায় মরিনহোকে অবশ্য চৌদ্দ শিকে প্রবেশ করতে হচ্ছে না। স্প্যানিশ আইন অনুযায়ী, সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে জেলে যেতে হয় না।

স্পেনে কর ফাঁকির অভিযোগে এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিও শাস্তি পেয়েছিলেন। এ সংক্রান্ত মামলার রায়ে তাদের জেলও হয়েছিল, তবে শেষ পর্যন্ত তারাও পার পেয়েছিলেন জরিমানা দিয়ে।




রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়