ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাংবাদিকদের ভূমিকায় হতাশ রোনালদো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের ভূমিকায় হতাশ রোনালদো

ক্রীড়া ডেস্ক : গ্রীষ্মের দলবদলের সবচেয়ে বড় ঘটনা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়া। দীর্ঘদিনের ঠিকানা রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান সিরি’আর ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা।

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর রোনালদোর সমালোচনায় ব্যস্ত কিছু নির্দিষ্ট গনমাধ্যমের সাংবাদিকরা। তাদের এমন ভূমিকায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা হতাশায় ভুগছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া মাধ্যম মার্কা।

সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনালদো। নতুন দলটির হয়ে কয়েক ম্যাচে মাঠে নামলেও সিরি’আতে এখনো গোলের দেখা পাননি এই গোলমেশিন। তার এমন দুঃসময়ে তাকে নিয়ে সমালোচনায় মুখর কতিপয় স্প্যানিশ সাংবাদিক।  রোনালদো ছাড়াই রিয়াল নাকি দিব্যি ভালো করছে বলেও খোঁচা দেন তারা।

স্প্যানিশ সাংবাদিকদের এমন সমালোচনায় হতাশ রোনালদো। এবার তাকে হটিয়ে রিয়ালের আরেক তারকা লুকা মডরিচ উয়েফার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরও চলে বহুমুখী সমালোচনা। চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সব গোলের জন্য রোনালদো এ পুরস্কারের যোগ্য বলে মনে করেছিল তার ভক্তরা। তবে প্রাক্তন ক্লাবের সতীর্থ মডরিচ পুরস্কার জিতলেও তাকে অভিনন্দন জানাতে ভুল করেননি রোনালদো। এবার ফিফার বেস্ট ম্যানস অ্যাওয়ার্ডের সক্ষিপ্ত তালিকাতেও রয়েছেন রোনালদো। এর আগে উয়েফার অনুষ্ঠানে না থাকতে পারলেও ফিফার অনুষ্ঠানে আগামী ২৪ সেপ্টেম্বর থাকার কথা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।



রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়