ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারের পুলিশকে ২৫০ ‘বডি ব্যাগ’ দিল রেডক্রস

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ২৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারের পুলিশকে ২৫০ ‘বডি ব্যাগ’ দিল রেডক্রস

কক্সবাজার প্রতিনিধি: দুর্ঘটনা-দুর্যোগে মৃতদেহ বহনের কাজে ব্যবহারের জন্য কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পুলিশকে ২৫০টি ‘বডি ব্যাগ’ দিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেডক্রস (আইসিআরসি)।

আইসিআরসি এর কক্সবাজারের অফিস প্রধান আরনো ল্যোকলেক কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে এসপি এ বি এম মাসুদ হোসেনের কাছে সোমবার বিকেলে ব্যাগগুলো হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগেও আইসিআরসি কর্তৃক এখানের কোস্টগার্ড, বিজিবি ও পুলিশের কাছে ৩৫০টি ব্যাগ হস্তান্তর করা হয়েছিল।

বডি ব্যাগগুলো হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, আইসিআরসি কক্সবাজার অফিসের এডভাইজার টু এইচ এম ইমরান, কমিউনিকেশন প্রোগ্রাম ম্যানেজার ওমর ঘিয়াসি ও কমিউনিকেশন অফিসার জামশেদুল করিম প্রমুখ।




রাইজিংবিডি/কক্সবাজার/২৫ সেপ্টেম্বর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়