ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুক্তিযুদ্ধে পরিত্যক্ত ৪টি রাইফেল উদ্ধার

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিযুদ্ধে পরিত্যক্ত ৪টি রাইফেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মুক্তিযুদ্ধের সময় পরিত্যক্ত চারটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের মুন্সিপাড়া এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আব্দুর রহমানের ছেলে আব্দুস ছোবাহানের বাড়িতে মাটি কাটার সময় চারটি থ্রি নট থ্রি রাইফেল দেখতে পায় বাড়ির মালিক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাইফেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গঙ্গাচড়া থানার এসআই এরশাদুল হক বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে রাইফেলগুলো উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাইফেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এরপর এগুলো ব্যবহার হয়নি।

গঙ্গাচড়া থানার ওসি মসিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত রাইফেলগুলো ১৯৭১ সালের পরিত্যক্ত। এগুলো জং ধরা অবস্থায় উদ্ধার করা হয়েছে।  



রাইজিংবিডি/রংপুর/৮ অক্টোবর ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়