ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইএসআই প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মুনির

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইএসআই প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মুনির

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেসে ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম বিভাগ এ তথ্য জানিয়েছে।

মুনির বিদায়ী আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতারের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১৬ সালের ডিসেম্বরে আইএসআই প্রধানের দায়িত্ব পেয়েছিলেন নাভিদ।

এর আগে মুনির সেনা গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের (এমআই) প্রধান ছিলেন। এছাড়া তিনি ফোর্স কমান্ড নর্দান এরিয়াগুলোর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গত মার্চে সামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ পেয়েছিলেন মুনির।



রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়