ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মুক্তি পাচ্ছে না মাতাল, নায়ক: চলছে মামলার প্রস্তুতি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তি পাচ্ছে না মাতাল, নায়ক: চলছে মামলার প্রস্তুতি

বিনোদন প্রতিবেদক : আগামীকাল শুক্রবার ‘মেঘকন্যা’ ও ‘আসমানী’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছিলেন সংশ্লিষ্ট সিনেমার প্রযোজক। একই দিন ‘মাতাল’ ও ‘নায়ক’ সিনেমাও প্রদর্শনের কথা ছিল। কিন্তু হল না পেয়ে ‘মেঘকন্যা’ সিনেমার প্রযোজক মামলা দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ‘মাতাল’ ও ‘নায়ক’ সিনেমা দুটি আগামীকাল শুক্রবার মুক্তি দেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এ বিষয়ে ‘নায়ক’ সিনেমার পরিচালক আরিফ রাইজিংবিডিকে বলেন, ‘আমরা হাইকোর্টে স্টে অর্ডার নেয়ার জন্য আবেদন করেছি। এখন পর্যন্ত স্টে অর্ডার নিতে পারিনি। আমাদের সিনেমা আগামীকাল মুক্তি দিতে না পারলে মামলা দায়ের করব। কারণ আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিষয়টি প্রযোজক সমিতিতে জানিয়েছি, তারাও কোনো ব্যবস্থা নেননি। তাই বাধ্য হয়েই মামলার প্রস্তুতি নিচ্ছি।’

সিনেমাটির অন্য নির্মাতা ইস্পাহানী বলেন, ‘‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আদেশের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা আমাদের ‘নায়ক’ সিনেমাটি আগামী ১২ অক্টোবর কোনো হলে মুক্তি দেব না। খুব শিগগির ‘নায়ক’ মুক্তির তারিখ জানানো হবে। সবাই ‘নায়ক’-এর পাশে থাকবেন এই কামনা করছি।’’

‘নায়ক’ প্রায় একশ হলে মুক্তির পরিকল্পনা ছিল। এরই মধ্যে ৫০টি হল বুকিং দেওয়া হয়েছে। যাদু কাঠি মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় চিত্রনায়ক বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়িকা অধরা খান। এছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, সুব্রত, রেহেনা জলি প্রমুখ।

অন্যদিকে ‘মাতাল’ সিনেমাটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এ বিষয়ে শাহীন সুমন রাইজিংবিডিকে বলেন, ‘‘মাতাল’ সিনেমা কাল মুক্তি না পেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। আর এজন্য ‘মাতাল’ সিনেমার প্রযোজক মামলা করবেন বলে আমাকে জানিয়েছেন। সেভাবেই প্রস্তুতি চলছে।’’

‘মাতাল’ প্রযোজনা করেছেন শরীফ চৌধুরী। এ বিষয়ে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ‘মাতাল’ সিনেমায় চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন নবাগত অধরা খান। এতে আরো অভিনয় করেছেন শিপন মিত্র, অরিন, মিশা সওদাগর, জয়রাজ, মাহমুদুল হক মিঠু, শরীফ চৌধুরী প্রমুখ। এ সিনেমাও প্রায় একশ হলে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছিলেন সংশ্লিষ্টরা। তবে এখন পর্যন্ত ৫০টি প্রেক্ষাগৃহ বুকিং দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

অন্যদিকে ‘আসমানী’ সিনেমাটি মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে বলে জানা গেছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়