ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সাঈদ শেখ ওরফে সাহেদ ডাকাতকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকা থেকে ওই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সাঈদ শেখ ওরফে সাহেদ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্রইধোবা গ্রামের মো. হারুন-অর-রশিদ শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতি করার জন্য একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রামের একটি নির্জন এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে পুলিশ ডাকাত দলের সদস্য মো. সাঈদ শেখ ওরফে সাহেদ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে।

তিনি জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সাঈদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১৭ অক্টোবর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়