ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসপাতালে ভ্যাকসিন না থাকায় মৃত্যু!

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসপাতালে ভ্যাকসিন না থাকায় মৃত্যু!

ভোলা সংবাদদাতা: ভোলা সদর হাসপাতালে ভ্যাকসিন না থাকায় মৃত্যু হলো এক সাপে কাটা রোগীর। অভিযোগ মৃতের পরিবারের।

তাদের দাবি, হাসপাতালে ভ্যাকসিন থাকলে হয়তোবা সাপে কাটা এই রোগীটিকে বাঁচানো সম্ভব হতো।

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর পক্ষিয়া গ্রামের সাপে কাটা এই রোগীর নাম নাছির মাঝি (৩৫)।  তার বাবার নাম মোঃ মোতাছিন মাঝি।

পারিবারিক সূত্র জানায়, গরুর জন্য ঘাস কাটতে গেলে রোববার বিকেলে তাকে অজ্ঞাত সাপ ছোবল দেয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য স্বজনরা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে সাপে কাটা রোগীর কোন ভ্যাকসিন নেই। তিনি রোগীকে দ্রুত বরিশাল নিয়ে যেতে বলেন। স্পিড বোটে বরিশাল নেওয়ার পথে পথিমধ্যেই রোগী মারা যান।

নাছির মাঝির এই অকাল মৃত্যুতে তার পরিবার সহ পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তার ১ ছেলে (৭)ও ১ মেয়ে (১০) রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহীম জানান, সঠিক সময়ে চিকিৎসা করতে পারলে হয়তো বেঁচে যেতেন তিনি। কিন্তু ভোলা  সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে ভ্যাকসিন না থাকায় দীর্ঘ সময় লেগে যায়। যার কারণে পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে তার মৃত্যু হয়।




রাইজিংবিডি/ভোলা/২৩ অক্টোবর ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়