ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহের ১১টি আসনে ১২১ মনোনয়নপত্র জমা

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৯ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহের ১১টি আসনে ১২১ মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১২১ জন।

এরমধ্যে আওয়ামী লীগের ৯, বিএনপির ২৭, জাতীয় পার্টির ৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯, কৃষক শ্রমিক জনতা লীগের ৬, জাকের পার্টির ৬, সিপিবির ২, জাসদ-ইনুর ২, গণফোরামের ১, নাগরিক ঐক্যের ১, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির ২, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১, ইসলামী ঐক্যজোটের ১, ন্যাশনাল পিপলস পার্টির ৩, ডেমোক্রেটিক লীগের ১, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালাইন্স-এনডিএ’র ১, ন্যাপের ১, তরিকত ফেডারেশনের ১, ওয়াকার্স পাটির ১, খেলাফত মজলিসের ১, গণফ্রন্টের ১, জামায়াতের ১ ও স্বতন্ত্রর ৪জন মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও আওয়ামী লীগ ১২জন ও বিএনপির ১জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

শরীফ আহমেদ (আ’লীগ), শাহ শহীদ সারোয়ার (বিএনপি) ও অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ (বিএনপি), মুফতি গোলাম মওলা ভূইয়া (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (নাগরিক ঐক্য) ও মাওলানা তৈয়বুর রহমান (ইসলামী ঐক্যজোট)।

কে এম খালিদ বাবু (আ’লীগ), সালাহউদ্দিন আহামেদ মুক্তি (জাতীয় পার্টি), মোহাম্মদ জাকির হোসেন বাবলু (বিএনপি), জাকির হোসেন বাবুল (ওয়াকার্স পার্টি-মেনন), জহিরুল ইসলাম (জাকের পার্টি), হাকিম মঞ্জুরুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মুফতি হাবিবুর রহমান (খেলাফত মজলিস), সামান মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি), শাহিনুল আলম ও সোহেল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মোস্তফা কামাল (স্বতন্ত্র)।

বেগম রওশন এরশাদ (জাতীয় পার্টি), হাফেজ রুহুল আমিন মাদানী (আ’লীগ), ডা. মাহবুবুর রহমান লিটন (বিএনপি), জয়নাল আবেদীন (বিএনপি) ও আমিন সরকার (বিএনপি), মাওলানা আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোস্তফা আমীর ফয়সল (জাকের পার্টি) ও আব্দুর রাজ্জাক রাজ (স্বতন্ত্র)।

আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ’লীগ), মেজর জেনারেল অব: আব্দুস সালাম (আ’লীগ বিদ্রোহী), খুররম খান চৌধুরী (বিএনপি) ও মো. ইয়াসের খান চৌধুরী (বিএনপি), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহামেদ (জাসদ-ইনু), মুফতি সাইদুর রহমান (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), মোঃ আলমগীর কবির উজ্জ্বল খান (কৃষক শ্রমিক জনতা লীগ), শফিকুল আলম (জাকের পার্টি), লতিফুল বারী হামিম (গণফোরাম), মোঃ আব্দুল কাদির (স্বতন্ত্র) ও মোঃ শহিদুল্লাহ (স্বতন্ত্র)।

কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ’লীগ), ফকরুদ্দিন আহমদ বাচ্চু (বিএনপি) অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল (বিএনপি) ও মোর্শেদ আলম (বিএনপি), অ্যাডভোকেট আমানউল্লাহ সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও নাজমা আক্তার (জাকের পার্টি) ।





রাইজিংবিডি/ময়মনসিংহ/২৯ নভেম্বর ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়