ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাগড়াছড়িতে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খাগড়াছড়িতে দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুই গ্রুপে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন- পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ কর্মী চিক্য চাকমা (৩২) ও স্থানীয় একটি চা দোকানের শ্রমিক সোহেল রানা (৩০)।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম গুলিতে দুইজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমার নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনার জের ধরে দুই গ্রুপে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে দুই যুবক ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে সেনাবাহিনী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ ডিসেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়