ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সে কারণেই এ বড় বিজয়’

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৪, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সে কারণেই এ বড় বিজয়’

গোপালগঞ্জ প্রতিনিধি : কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ‘এবারের নির্বাচনে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে বিপুল বিজয় হয়েছে এর কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে বাংলাদেশের মানুষ তাতে বিশ্বাস রেখেছে। সেই সাথে তারা বিশ্বাস রেখেছে যে, উন্নয়নের সক্ষমতা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগেরই আছে।’

মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক খান বলেন, ‘গত পাঁচ বছরের উন্নয়নে জনগণ আগামী উন্নয়নের সক্ষমতা দেখে ভোট দিয়েছে। শান্তি-শৃঙ্খলাসহ যে নিরাপত্তা দেওয়া হয়েছে তার সক্ষমতা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগেরই আছে।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতসহ যারা ঐক্যফ্রন্টের নামে নির্বাচন করেছে তাদেরকে বাংলাদেশে মানুষ চেনে। অতীতে তাদেরকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন কেন ষড়যন্ত্র ছাড়া কিছুই হয়নি, সেটা বাংলাদেশের মানুষ জানে। সেই কারণেই ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়েছে।’



ফারুক খান বলেন, ‘বেগম জিয়া এক সময় গোপালী বলে আমাদের কিছু বলার চেষ্টা করেছিলেন। তিনি গোপালগঞ্জের নামই পাল্টে দিতে চেয়েছিলেন। এবারের নির্বাচনে গোপালগঞ্জের মাটি থেকে ধানের শীষের নাম ভোটাররা মুছে দিয়েছে। এটা আগামীতে বিএনপির জন্য একটি রাজনৈতিক সতর্কবার্তা। আমি আশা করি, এটা থেকে তারা সতর্ক হবেন এবং আগামীতে গণতন্ত্রের রাজনীতিতে চলার চেষ্টা করবেন।’

এর আগে, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফারুক খান। পরে কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ফারুক খানের মেয়ে কানতারা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান মুন্সী, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১ জানুয়ারি ২০১৯/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়