ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশের অস্ত্র ছিনতাই : জাসদ নেতা গ্রেপ্তার

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের অস্ত্র ছিনতাই : জাসদ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : কেন্দ্রীয় জাসদের সহসম্পাদক ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন।

পুলিশ জানায়, ভোট শুরুর আগ মুহূর্তে পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে ময়মনসিংহ নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, ভোটের দিন সকাল সাড়ে ৭টার দিকে ফুলবাড়িয়ার তেলিগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়া হয়। এ ঘটনায় ফুলবাড়িয়া থানার এএসআই জাহাঙ্গীর এ আসনের স্বতন্ত্র প্রার্থী মিন্টুসহ ১৯ জনের নামে মামলা করেন।

উল্লেখ্য, শফিকুল ইসলাম মিন্টু ওই আসনের জাসদের প্রার্থী থাকলেও পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন।




রাইজিংবিডি/ময়মনসিংহ/১ জানুয়ারি ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়