ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেসিসির কর্মচারী ইউনিয়নের সভাপতি চাকরিচ্যুত

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেসিসির কর্মচারী ইউনিয়নের সভাপতি চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহাকে চাকরিচ্যুত করা হয়েছে।

৮ জানুয়ারি কেসিসির সচিব মো. আজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে ‘ভান্ডার শাখায় দুর্নীতি’র অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বুধবার বিষয়টি প্রকাশ হলে সহকর্মীদের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়।

মাস্টার রোলের কর্মচারী উজ্জল কুমার সাহা বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের খুলনা জেলা কমিটির আহ্বায়ক। গত ১ অক্টোবর থেকে তিনি ওএসডি অবস্থায় কেসিসির খালিশপুর শাখা অফিসে সংযুক্ত ছিলেন। এর আগে তিনি কনজারভেন্সি বিভাগের ভান্ডার শাখায় কর্মরত ছিলেন।

চাকরিচ্যুতির বিষয়ে কেসিসির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

উজ্জল কুমার সাহা বলেন, বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর দিন তার মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়। এরপর তাকে ওএসডি করা হয়। সর্বশেষ বরখাস্ত করা হয়েছে। রাজনৈতিক কারণে এগুলো করা হয়েছে।

তিনি বলেন, ‘‘গত ১ অক্টোবর খালিশপুর অফিসে সংযুক্তির আগে ভান্ডারের সব হিসাব বুঝিয়ে দিয়ে এসেছি। এই তিন মাস এ ব্যাপারে কেউ একটি কথাও বলেনি। ভান্ডার শাখায় দুর্নীতির অভিযোগ সঠিক নয়।’’



রাইজিংবিডি/খুলনা/০৯ জানুয়ারি ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়