ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মন্ত্রিত্ব মানে অগ্নিপরীক্ষা: স্বপন ভট্টাচার্য্য

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৯, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্ত্রিত্ব মানে অগ্নিপরীক্ষা: স্বপন ভট্টাচার্য্য

যশোর প্রতিনিধি: ‘মন্ত্রী হওয়া মানে জমিদারি পেয়ে যাওয়া নয়, এটা অগ্নিপরীক্ষা ও ঝুঁকিপূর্ণ’ বলেছেন মন্ত্রিসভায় সদ্য নিযুক্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বুধবার রাতে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘বর্তমানে মন্ত্রিত্ব করতে অনেক টেনশন, কষ্ট আছে। কঠোর পরিশ্রম করতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে শহরের সুবিধা নিশ্চিত করতে চান। তার এই উদ্দেশ্যে বাস্তবায়নে মন্ত্রিদের ধীরগতিতে চলার কোন সুযোগ নেই। আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি, সেজন্য সবার সহযোগিতা চাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের পদক্ষেপ নিয়েছেন। জনমত জরিপের ভিত্তিতে যেমন এমপি মনোনয়ন দিয়েছেন। ঠিক তেমনি জনমত জরিপের ভিত্তিতেই মন্ত্রী নিয়োগ দিয়েছেন। মন্ত্রীরা যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পিএস, এপিএস পছন্দ করে নিয়োগ দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যে মানুষ নিঃসংকোচে কথা বলতে চায়। তাদের কথা শুনবো। তাদের মতামতের ভিত্তিতেই উন্নয়ন কাজ এগিয়ে নিবো। সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে না পারলে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বাস্তবায়ন হবে না।’

যশোরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ‘যশোরের অনেক সমস্যা আছে। যশোরবাসীর অনেক দাবিও আছে। সেগুলো পূরণে সবার মতামত নিয়ে কাজ করবো।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দৌলা,  প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আবদুল আওয়াল ও অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন।




রাইজিংবিডি/যশোর/ ১০ জানুয়ারি ২০১৯/বিএম ফারুক/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়