ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে : কাদের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে : কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি-জামায়াত জোট এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত কুচক্রী মহল ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এখনো ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে সাবধান থাকতে হবে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপন করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ বিজয়ের সমাবেশ সফল করতে হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য রাজনীতি করেছেন, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন ক্ষুধামুক্ত থাকে, এটা ছিল তার লক্ষ্য। কিন্তু তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। তার কন্যা শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন। আমরা সবাই মিলে শেখ হাসিনাকে সহযোগিতা করব, যাতে দেশকে তিনি সোনার বাংলায় পরিণত করতে পারেন।’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, প্রাক্তন আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উত্তর আওয়ামী লীগের সভাপতি রহমতুল্লাহ ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়